শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে আপিল বিভাগে ড. ইউনূসের আবেদন

|

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।

শ্রম আইন লঙ্ঘনের মামলা স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

আজ বুধবার এ আবেদনের ওপর চেম্বার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। গত ১৭ আগস্ট মামলা বাতিল চেয়ে ড. মুহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এ কারণে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা ছিল না।

এর আগে গত ১৩ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাস স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এই সময়ের মধ্যে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল হবে না, এই মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়। আপিল বিভাগের আদেশে রুল শুনানি শেষে গত সপ্তাহে খারিজ করে দেন আদালত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply