পেরুতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ৪ জন। পর্যটক বহনকারী মিনিবাস ৩২৮ ফুট গভীর খাদে পড়ে ঘটে এই হতাহতের ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৬ জন। খবর নিউইয়র্ক পোস্টের।
দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন কেন্দ্র মাচুপিচুতে যাবার সময়ে দুর্ঘটনা কবলিত হয় গাড়িটি। কুস্কো কুইলাবামবা এলাকার আবরা মালাগা সেকটরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ৩২৮ ফুট নিচের খাদে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। নিহতদের মধ্যে তিন জন কলম্বিয়ার এবং একজন পেরুর পর্যটক। উল্লেখ্য, আবরা মালাগা এলাকাটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ফুটের বেশি।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহত পর্যটকরা কানাডা, ইসরায়েল, ফ্রান্স, আর্জেন্টিনা, গ্রিস, স্পেন, নেদারল্যান্ডস এবং পেরুর নাগরিক। এই দুর্ঘটনার কারণ উদঘাটনে চলছে তদন্ত।
আরও পড়ুন: পাকিস্তানে প্রাকৃতিক দুর্যোগে ৮২০ প্রাণহানি; বিধ্বস্ত ৩ লাখের বেশি ঘরবাড়ি-স্থাপনা
/এম ই
Leave a reply