গাইবান্ধায় ছুরিকাঘাতে ছিনতাইকারী নিহত

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে লুৎফর রহমান (৩৮) নামে এক মোবাইল ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

লুৎফর রহমান গোবিন্দগঞ্জ উপজেলার বামনকুড়ি গ্রামের আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। সে পেশায় হোটেলবয় হলেও মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর রহমান ৩ বছর আগে শহরের মাছহাটির পাশে অবস্থিত ঝন্টুর হোটেলে কাজ করতেন। পরে তিনি পেশা বদল করে মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ে জড়িয়ে পড়ে।

সকালে রক্তাক্ত অবস্থায় গোবিন্দগঞ্জ পৌর শহরের ঝিলপাড়া এলাকায় পাওয়া যায় লুৎফর রহমানকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, লুৎফর রহমান চুরি-ছিনতাইয়ের সাথে জড়িত ছিলো। অজ্ঞাত ব্যক্তির ফোন ছিনতাই করতে গিয়ে সে ছুরিকাঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও হত্যাকারীকে চিহ্নিতসহ গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply