যে জন্য ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করলেন আঞ্জেলিক কেরবার

|

জার্মান টেনিসার আঞ্জেলিক কেরবার।

এবারের ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩ গ্ল্যান্ড স্ল্যাম জয়ী আঞ্জেলিক কেরবার। জানা গেছে, প্রথমবার মা হতে যাচ্ছেন বলেই টুর্নামেন্ট থেকে সরে দাড়ালেন এ জার্মান টেনিসার।

আগামী সোমবার (২৯ আগস্ট) থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেন। আর, বুধবার (২৪ আগস্ট) টুইটারে মা হতে যাওয়ার খবর দেয়ার পাশাপাশি প্রতিযোগীতা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন অ্যাঞ্জেলিক কেরবার।

কেরবার লিখেন, সত্যিই আমি ইউএস ওপেনে খেলতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত নিলাম, একজনের বিরুদ্ধে দুজনের খেলা ঠিক হবে না।

এর আগে, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন কেরবার। একই বছর জেতেন ইউএস ওপেনও। যা তাকে নিয়ে যায় মেয়েদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। ২০১৮ সালে উইম্বলডনের স্বাদও পান এ জার্মান টেনিসার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply