শুরু হয়েছে রাজশাহী মহানগরীর শিশুদের করোনা টিকা দেয়া

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগরীর ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের শুরু হয়েছে করোনা টিকা দেয়া। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৮টায় ৫৪টি স্কুলে শুরু হয় এ কার্যক্রম। চলবে বেলা ৩টা পর্যন্ত। ১২ দিনের ক্যাম্পেইনের প্রথম দিনে টিকা নেবে অন্তত ১০ হাজার ক্ষুদে শিক্ষার্থী। যেসব শিশু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন কেবলমাত্র তারাই ফাইজারের বিশেষ এই টিকা গ্রহণ করতে পারছেন।

এদিকে টিকা দানকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছুটা ভয় নিয়ে শিক্ষার্থীরা আসলেও টিকা নিতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত। অন্যদিকে দেরিতে হলেও সন্তানদের টিকা নিশ্চিত হওয়ায় স্বস্তিতে অভিভাবকরা।

রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, টিকা দেয়ার পর যদি কোনো শিক্ষার্থীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তা থেকে পরিত্রাণে বিশেষ মেডিকেল টিম কাজ করছে।

এই ক্যাম্পেইনে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ হাজার ২৪২ জনকে টিকা দেয়া হবে। এরমধ্যে ছাত্র ৩০ হাজার ৪৮৫ জন ও ছাত্রী ২৭ হাজার ৭৫৭ জন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply