Site icon Jamuna Television

করোনার টিকা না নেয়ায় ইউএস ওপেনে নোভাককে নিয়ে প্রশ্ন, হতাশ ম্যাকেনরো

ছবি: সংগৃহীত

কোভিড টিকা না নেয়ার কারণে নোভাক জোকোভিচ যদি ইউএস ওপেন খেলতে না পারেন, তা হবে হাস্যকর। এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের টেনিস গ্রেট জন ম্যাকেনরো।

শুরু থেকেই কোভিড-১৯ টিকা নেয়ার বিপক্ষে জোকোভিচ। যে কারণে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়েও ফিরে আসতে বাধ্য হন তিনি। ফরাসি ওপেন ও উইম্বলডনে খেলতে পারলেও ইউএস ওপেন ঘিরে নতুন করে সংশয় জেগেছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদের দেশটিতে ঢুকতে হলে কোভিড টিকা নিতেই হবে। জোকোভিচের ক্ষেত্রে নিয়মে কিছুটা শিথিলতা আনা হতে পারে, মাঝে এমন আভাস মিললেও গত জুলাইয়ে ইউএস ওপেনের আয়োজকরা তা উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত জকোভিচ আসরে অংশ নিতে না পারলে তা হবে দারুণ হতাশার। এমনটা বলেছেন চারবারের ইউএস ওপেন জয়ী জন ম্যাকেনরো।

ইউএইচ/

Exit mobile version