Site icon Jamuna Television

এশিয়া কাপের টিকিট পেলো হংকং

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়ে এশিয়া কাপের টিকিট পেল হংকং। মূল আসরে ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে খেলবে তারা।

বুধাবার (২৪ আগস্ট) ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং এ নেমে অধিনায়ক রিজওয়ান এর ৪৯ ও জাওয়ার ফরিদের ৪১ রানে ভর করে ১৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে আমিরাত।

দ্বিতীয় ইনিংসে ১৪৮ রানের লক্ষ্যে টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার ইয়াসিম মুরতাজা এবং অধিনায়ক নিজাকাত খানের ৮৫ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় হংকং। নিজাকাত ৩৯ রানে আউট হলেও মুরতাজা করেন সর্বোচ্চ ৫৮ রান। ১ ওভার হাতে রেখেই ৮ উইকেটের বড় জয়ে এশিয়া কাপ নিশ্চিত করে হংকং।

প্রসঙ্গত, আগামী ৩১ আগস্ট দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ মিশন।

/এসএইচ

Exit mobile version