Site icon Jamuna Television

জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে সুকন্যাকে

রাজধানীর সিদ্বেশ্বরী বালিকা বিদ্যালয়ের নিখোজ শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্টেটের আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ২৪ আগস্ট তাকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়। এর আগে গত ২৩ জুন থেকে নিখোঁজ ছিলেন সুকন্যা। নিখোঁজের এ ঘটনায় সুকন্যাকে অপহরণ করা হয়েছে বলে তার মা রমনা থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা তিন চারজনকে আসামি করা হয়। মামলার আবেদনে বলা হয়, স্কুলের সামনে থেকে সুকন্যাকে অপহরণ করে আসামিরা।

এরমধ্যে, ২০ আগস্ট মা নাজমা ইসলাম লাকী মেয়ের সন্ধানে সংবাদ সম্মেলন করেন। পরে তার সন্ধান পাওয়া গেলে সুকন্যা জানায়, তিনি পরিবারে কাছে ফিরতে চান না। মায়ের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতনের অভিযোগ আনেন। তার অভিযোগ, তার মা তাকে বিক্রি করে দিতে চেয়েছিল। তবে স্বজনরা চান ইয়াশা তাদের কাছে ফিরে আসুক।

/এমএন

Exit mobile version