Site icon Jamuna Television

কুমিল্লায় টাকা ধার না দেয়ায় বন্ধুকে গুলি

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার সদর উপজেলার নুরজাহান হোটেল এলাকায় টাকা ধার না দেয়ায় এক যুবককে গুলি করেছে তারই বন্ধু। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার রাত ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তি বরুড়া উপজেলার অলীতলা গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল আলিম (৩০)। অভিযুক্ত রুবেল একই এলাকার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রায় দুই মাস আগে আলিম প্রবাস থেকে দেশে আসে। অভিযুক্ত রুবেল তার কাছে টাকা ধার চান। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে রুবেল আলিমকে গুলি করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় আলিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, আসামি ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তবে গুলিবিদ্ধ আবদুল আলীমের পেটে গুলি লাগলেও এখন তিনি আশংকামুক্ত আছেন।

এটিএম/

Exit mobile version