চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতির দুঃখ প্রকাশ

|

চট্টগ্রামে আদালত চত্ত্বরে যমুনা টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরা পারসনের ওপর হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়ন অফিসে এসে দুঃখ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

গত ১৭ আগস্ট বিকেলে সাড়ে ৩টার দিকে গাড়ির হর্ন বাজানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে চট্টগ্রাম জেলা জজ আদালত চত্ত্বরে আইনজীবীদের হামলার শিকার হন যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার ও ক্যামেরাপার্সন আনিসুজ্জামান লিমন। এ সময় দুই সাংবাদিককে গলা টিপে মারার চেষ্টা করেন হামলাকারীরা।

এর পরদিন বুধবার দিনগত রাত ১টার দিকে চট্টগ্রাম কোতায়ালি থানায় দুই আইনজীবীকে এজাহারনামীয় করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন আল আমিন। মামলার এজাহারনামীয় আসামিরা ছিলেন, চট্টগ্রামের লোহাগাড়া থানার পূর্ব কলাউজান গ্রামের আবদুর রশিদের ছেলে সাহেদুল হক (৩৫) এবং আধুনগর আকতারিয়া পাড়া গ্রামের আহমদ মিয়ার ছেলে ইসহাক আহমেদ।

পরে ২১ আগস্ট আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করলে দুই আইনজীবী সাহেদুল হক ও ইসহাক আহমেদকে জামিন দেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালত।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply