কয়েকদিন আগেই মার্ভেল কমিসের ফ্র্যাঞ্চাইজিটিকে হারানোর পূর্বাভাস দিয়েছিল বাণিজ্য বিশ্লেষকরা। এবার তাই সত্য প্রমাণিত হলো। উত্তর আমেরিকার বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’কে পেছনে ফেলে ‘টপ গান— ম্যাভরিক’ ষষ্ঠ সর্বোচ্চ আয়ের স্থান দখল করে নিলো এবার। তবে কত আয় করলো এই সিনেমা?
টম ক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টপ গান: ম্যাভেরিক’ বক্স অফিসে ব্লকবাস্টার ব্যবসা করছে। চলতি বছরের ২৭মে মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে রীতিমত ঝড় তুলেছে এই সিনেমা। তিন দশকদের অপেক্ষার পর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহও ছিল আকাশচুম্বী। সম্প্রতি জানা গেছে যুক্তরাষ্ট্র বক্স অফিসে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’কে ছাড়িয়ে গেছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’।
জোসেফ কোসিনস্কি পরিচালিত সিনেমাটি উত্তর আমেরিকায় ৬৭৯ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করতে সক্ষম হয়েছে। এর আগে অ্যাভেঞ্জার্স সিরিজের অন্যতম সফল সিনেমা ‘ইনফিনিটি ওয়ার’ যুক্তরাষ্ট্র বক্স অফিসে আয় করেছিল ৬৭৮ মিলিয়ন মার্কিন ডলার। ৬৭৯ মিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে টম ক্রুজ অভিনীত সিনেমাটি যুক্তরাষ্ট্রের দেশীয় বক্স অফিসে ষষ্ট সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে আবির্ভূত হয়েছে। ত্রিশ বছরের অপেক্ষার পর এই সিক্যুয়েলটি মুক্তির পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছে হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ।
সিনেমাটি পিটার ক্রেগ এবং জাস্টিন মার্কসের একটি গল্প থেকে অনুপ্রাণিত। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন এহরেন ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাককুয়ারি। ১৯৮৬ সালের ‘টপ গান’ এর সিক্যুয়েলটিতে টম ক্রুজ ক্যাপ্টেন পিট ‘ম্যাভারিক’ মিচেলের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও নিজেদের চরিত্রের পুনরাবৃত্তি করেছেন মাইলস টেলার, জেনিফার কনেলি, জন হ্যামসহ অনেকে।
আন্তর্জাতিকভাবে সিনেমাটি ইতিমধ্যে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি উপার্জন করেছে। যা হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে সিনেমাটি। আন্তর্জাতিক বক্স অফিসে এই আয় এসেছে চীন বা রাশিয়া ছাড়াই। চীন এবং রাশিয়া হলিউডের সিনেমার অন্যতম দুটি প্রধান বিদেশি বাজার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই দুই দেশে সিনেমাটি মুক্তি পেলেও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় আরও বেশি হতে পারতো।
/এডব্লিউ
Leave a reply