বিশ্বে তিন বছরে খাদ্যনিরাপত্তাহীন মানুষের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি

|

২০১৯ সালের পর বিশ্বজুড়ে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি, যুদ্ধ ও জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের মানুষের সংখ্যা সাড়ে ৩৪ কোটি ছাড়িয়েছে। বুধবার (২৪ আগস্ট) জাতিসংঘের খাদ্যসহায়তা বিষয়ক শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি, ডব্লিউএফপি এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএফপির আঞ্চলিক পরিচালক করিন ফ্লেশার বলেন, করোনা মহামারি শুরুর আগে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা ছিল সাড়ে ১৩ কোটি। এরপর এ সংখ্যা বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও যুদ্ধের ফলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তার।

ফ্লেশার বলেন, বিশ্বের এই চাপ বহনের সামর্থ্য নেই। জলবায়ু পরিবর্তন ও সংঘর্ষের ফলে আমরা বিশ্বজুড়ে ১০ গুণের বেশি বাস্তুচ্যুতি দেখছি। জলবায়ু পরিবর্তন ও সংঘর্ষের মধ্যে আন্তসম্পর্ক রয়েছে। তাই করোনা, জলবায়ু পরিবর্তন ও ইউক্রেন যুদ্ধের যৌথ প্রভাব নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি।

ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন। কিন্তু ডব্লিউএফপির পক্ষে কেবল ১ কোটি ৩০ লাখ মানুষকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply