দ্বিতীয় টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের

|

ছবি: সংগৃহীত

দ্বিতীয় টেস্টে প্রথম দিন শেষে ৩ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার থেকে এখনো ৪০ রানে পিছিয়ে রয়েছে ইংলিশরা।

ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় থ্রি লায়ন্সরা। দলীয় ৫ রানেই ওপেনার অ্যালেক্স লিস পথ ধরেন প্যাভিলিয়নের। এরপর ওলি পোপ এবং জো রুটও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে। চতুর্থ উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামল দেন জ্যাক ক্রোলি ও জনি বেয়ারস্টো। এই দুই ব্যাটারের ৫৮ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপে দিন শেষ করে ইংল্যান্ড।

এর আগে স্বাগতিকদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৩৬ রানের স্কোরটি আসে কাগিসো রাবাদার ব্যাট থেকে। জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড নেন তিনটি করে উইকেট।

আরও পড়ুন: বুকে বলের আঘাত, মাঠেই প্রাণ হারালেন বাঙালি ক্রিকেটার

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply