বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের সংক্রমণ কমেছে ২১ শতাংশ

|

বিশ্বজুড়ে কমতে শুরু করেছে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা। গেল সপ্তাহে বৈশ্বিক সংক্রমণের হার কমেছে ২১ শতাংশ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, উল্লেখযোগ্য হারে সংক্রমণ কমতে শুরু করেছে ইউরোপ অঞ্চলে। খবর সিসিটিভি প্লাসের।

জনস্বাস্থ্য বিষয়ক নানা পদক্ষেপ, টিকা গ্রহণকে এর কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। এদিকে বিশ্বজুড়ে সংক্রমণ কমলেও, যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত ১৬’শর বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসের উপস্থিতি। যা নিয়ে শঙ্কা জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ডব্লিউএইচও মহাসচিব তেদ্রোস আধানম বলেন, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সে আক্রান্তের হার গেল সপ্তাহে ২০ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রজুড়ে যদিও রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শুরুর দিকে আমরা দেখেছিলাম সংক্রমণ সবচেয়ে বেশি ছিল ইউরোপে। কিন্তু এখন উল্টো চিত্র দেখতে পাচ্ছি। ইউরোপ জুড়ে আক্রান্তের হার ৫০ শতাংশের নিচে। আর আমেরিকায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ৬০ শতাংশের ওপর।

ডব্লিউএইচও’র হিসাব অনুযায়ী, ৯৬ দেশে ৪১ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ভাইরাসটির দ্বারা। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। এর জেরে গেল জুলাইয়ে বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করে সংস্থাটি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply