জম্মু-কাশ্মির নিয়ে বিশেষ বৈঠকে অমিত শাহ

|

ছবি: সংগৃহীত।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠকে বসেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২৬ আগস্ট) জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল মনোজ সিন্‌হা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন অমিত শাহ। সেখানে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উপত্যকায় সন্ত্রাসবাদীদের চিহ্নিত করতে হিউম্যান ইনটেলিজেন্স ব্যবহার করার ওপর আরও জোর দেন অমিত শাহ। আসন্ন শীতকালে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথাও বলা হয় এই বৈঠকে।

এদিকে, আগামী ছয় মাসের মধ্যে জম্মু-কাশ্মিরে বিধানসভা নির্বাচন করার পরিকল্পনা আছে কেন্দ্রীয় সরকারের। তার আগে উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা যাতে সম্পূর্ণ নিশ্ছিদ্র হয় সেদিকে বিশেষ নজর দেয়ারও সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply