ভ্যাকসিন নিতে অস্বীকৃতি, ইউএস ওপেনে খেলবেন না জোকোভিচ

|

ছবি: সংগৃহীত

কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে অবশেষে ইউএস ওপেন টেনিস থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। আনুষ্ঠানিক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন জোকোভিচ নিজেই। বলেছেন, দুঃখজনকভাবে ইউএস ওপেনে অংশ নিতে নিউইয়র্ক যেতে পারছি না।

ইউএস ওপেন টুর্নামেন্টের পরিচালক স্টেসি অ্যালাস্টার একটি বিবৃতিতে এ নিয়ে বলেছেন, নোভাকের মতো চ্যাম্পিয়ন খেলোয়াড়কে এবার না পাওয়াটা দুর্ভাগ্যজনক। ফেডারেল সরকারের ভ্যাকসিনেশন নীতির অধীনে তাকে এই আসরে নিয়ে আসতে পারছি না আমরা। আশা করি, ২০২৩ সালে তাকে ইউএস ওপেনে পাবো।

যুক্তরাষ্ট্রের নিয়মানুযায়ী, দেশটির নাগরিক ও অভিবাসী ছাড়া অন্যদেরকে যেতে হলে লাগবে কোভিড ভ্যাকসিনের সনদ। আর এই ভ্যাকসিনের নেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন জোকোভিচ। এই কারণে তিনি খেলতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে। এবার নিজে থেকেই নাম প্রত্যাহার করে নিলেন ইউএস ওপেন থেকে।

আরও পড়ুন: করোনার টিকা না নেয়ায় ইউএস ওপেনে নোভাককে নিয়ে প্রশ্ন, হতাশ ম্যাকেনরো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply