অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর থেকে নির্বাসন তুলে নিয়েছে ফিফা। ফলে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর কোনো বাধা রইল না।
এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। সংস্থাটি বিবৃতিতে জানায়, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) কার্যনির্বাহী কমিটির ক্ষমতা গ্রহণের জন্য গঠিত প্রশাসক কমিটির ম্যান্ডেট বাতিল করা হয়েছে বলে ফিফা নিশ্চিত হওয়ার পরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিফা এবং এএফসি (এশিয়ান ফুটবল ফেডারেশন) পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নির্দিষ্ট সময়ে এআইএফএফ’র নির্বাচন অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করে যাবে।
১২ দিনের অনিশ্চয়তার পর দেশটি থেকে অবশেষে উঠে গেল নির্বাসন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফুটবল কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় ফিফা। এআইএফএফ’কে পাঠানো এক চিঠিতে সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে অবিলম্বে বাতিল করার নির্দেশনা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত আকারে জানিয়ে দেয়া হয় ফিফাকে।
/এম ই
Leave a reply