হারের তিক্ত স্বাদ পেলো জায়ান্ট ইন্টার মিলান। মরিসিও সারির লাৎসিওর কাছে ৩-১ গোলে হেরে মূল্যমান ৩ পয়েন্ট খুইয়েছে সিমোনে ইনজাগির দল।
লাৎসিওর মাঠ স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরু থেকেই ইন্টারের ডেরায় আক্রমণের পসরা সাজায় লাৎসিও। একাধিক সুযোগ নষ্ট করার পর ম্যাচের ৪০ মিনিটে ফিলিপে অ্যান্ডারসের গোলে ১-০’তে লিড নেয় মরিসিও সারির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে দুই দলই চালিয়ে যায় গোল শিকারের চেষ্টা। ৫১ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের গোলে সমতা আনে ইন্টার। তবে ৭৫ মিনিটে লুইস আলবের্তো আর ৮৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রোর গোলে ৩-১ এর বড় জয় ছিনিয়ে নেয় লাৎসিও।
লাৎসিওর কোচ মরিসিও সারির কৌশলের কাছেই মার খেয়ে গেছেন সিমোনে ইনজাগি। দ্বিতীয়ার্ধে সারি মাঠে নামান তার বদলী দুই খেলোয়াড় লুইস আলবের্তো ও পেদ্রোকে। আর এই দুই খেলোয়াড়ই ম্যাচের শেষ ১৫ মিনিটে দুই গোল করে ইন্টারের পরাজয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপে টিকিটের চাহিদার শীর্ষে আর্জেন্টিনার দুই ম্যাচ
/এম ই
Leave a reply