ধর্মশিক্ষা বাদ দেয়ার পরিকল্পনা নেই, পরিধি বাড়ছে নৈতিক শিক্ষার: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ধর্মশিক্ষা বাদ দেয়া বা সংকুচিত করার কোনো পরিকল্পনা নেই সরকারের। বরং নৈতিক শিক্ষার পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদারের মানাসালু পর্বত অভিযানের পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নারীদের পর্বত অভিযানের সাথে দুঃসাহসিক আরও পদক্ষেপে সহায়তা করতে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসা উচিত। নিশাত মজুমদারের সংগঠন ‘অভিযাত্রী’র মানাসালু পর্বত অভিযানের সফলতা কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন রাজনৈতিক মহল ধর্মশিক্ষা বাদ দেয়ার গুজব ছড়াচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান ড. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের সকল সম্ভাবনা বাংলাদেশের আছে। এখন দরকার সকল ক্ষেত্রে সাহস নিয়ে এগিয়ে চলা। অন্যদের পথ হয়তো ভিন্ন। বাকিরা সবাই তাদের পাশে দাঁড়াবেন।

আরও পড়ুন: বর্ণচোরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে: কাদের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply