আলজেরিয়ার বিখ্যাত আলজিয়ার্স মসজিদ ভ্রমণ করেছেন ম্যাকরন

|

ছবি: সংগৃহীত

আলজেরিয়া সফরে গিয়ে বিখ্যাত একটি মসজিদ পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। শুক্রবার ( ২৬ আগস্ট) গ্রেট মস্ক অব আলজিয়ার্স ভ্রমণ করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামতানে লামামরা ও ধর্মমন্ত্রী ইউসেফ বেলমেহদি। মসজিদ কর্তৃপক্ষের তরফ থেকে একটি উপহার দেয়া হয় ম্যাকরনকে। ফরাসি ঔপনিবেশিক শাসনামলে নিহত আলজেরিয়ানদের স্মরণে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন ম্যাকরন। ১৯৫৪ থেকে ৬২ সালের মধ্যে ফরাসি বাহিনীর হাতে হাজার হাজার আলজেরিয়ানের মৃত্যুকে মানবতাবিরোধী অপরাধ আখ্যা দেন ম্যাকরন। দু’দেশের দ্বন্দ্বের ইতিহাস ভুলে সম্পর্কোন্নয়নে গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন: পুতিনের পরামর্শে পরমাণু অস্ত্র বহনে সামরিক বিমানের সক্ষমতা বাড়িয়েছে বেলারুশ

ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপে বেড়ে গেছে উত্তর আফ্রিকার গ্যাসের চাহিদা। তাই আলজেরিয়ার সাথে কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফরাসি প্রশাসন।

সূত্র: ফ্রান্স টুয়েন্টি ফোর।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply