ইউক্রেনের খারকিভে আবারও হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার (২৬ আগস্ট) অঞ্চলটির বিভিন্ন এলাকায় রাতভর চলে ক্ষেপণাস্ত্র হামলা এবং গোলাবর্ষণ। এর মধ্যে দেরহাচি এলাকার একটি টেকনিক্যাল কলেজ ক্ষেপণাস্ত্র হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তুপ থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই। এর আগে, স্লোভিয়ানস্কের একটি স্কুলে মিসাইল হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্কুলটিতে ক্লাস শুরুর একদিন আগে চালানো হলো এই হামলা। এদিকে, চ্যাপলিন রেলস্টেশন এবং এর সংশ্লিষ্ট এলাকাগুলোয় এখনও চলছে তল্লাশি অভিযান। গেল সপ্তাহে রেলস্টেশনে রুশ হামলায় প্রাণ যায় ২৫ জনের।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের পারমাণবিক বিপর্যয়।
আরও পড়ুন: ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে সোভিয়েত আমলের বিশাল স্মৃতিস্তম্ভ ধ্বংস করলো লাটভিয়া
সূত্র: দ্য গার্ডিয়ান।
জেডআই/
Leave a reply