ব্যান্ড সঙ্গীতে নজরুল

|

ফাইল ছবি

বর্তমানে আমরা প্রতিনিয়তই নজরুল সঙ্গীতকে পাচ্ছি ভিন্ন ভিন্ন আঙ্গিকে। কখনও ইন্সট্রুমেন্টাল কখনও বা মর্ডান; তবে এ দৌড়ে পিছিয়ে নেই ব্যান্ড শিল্পীরাও। নজরুলের গানকে ভিন্ন আঙ্গিকে রুপ দিতে ব্যস্ত অনেক রক ও মেটাল ব্যান্ড।

বাংলা সংগীতের অন্যতম স্তম্ভ নজরুলগীতি বা নজরুল সংগীত। সাড়ে তিন হাজারের বেশি গান রচনা ও সুর করেছেন মহান এ কবি। আগে শুধু নজরুল সংগীতশিল্পীরাই নজরুল সংগীত পরিবেশন করতেন, তবে ব্যান্ড মিউজিকের শিল্পীরাও যে নজরুল সঙ্গীত গাইতে পারেন তা অনেকের ভাবনাতেই ছিল না।

অনেক দেরিতে হলেও শুরু হয়েছে ব্যান্ড মিউজিকে নজরুলের গানের চর্চা। ব্যান্ডের মাধ্যমে নজরুলকে জানতে পারছেন এ প্রজন্মের তরুণরা। এক্ষেত্রে অন্যতম দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের কান্ডারী হুশিয়ার গানটি। ব্যান্ডটি ‘রক ৩০৩’ নামের মিক্সড অ্যালবামের মাধ্যমে এ গানটি প্রকাশ করে। আরেক জনপ্রিয় ব্যান্ড দৃক’ও পিছিয়ে নেই। ২০১২ সালে ব্যান্ডটি তাদের ইউটিউবে প্রকাশ করে একটি ট্রিবিউট সিঙ্গেল ট্র্যাক ‘ঝরনার মত চঞ্চল’।

পপ, রক, মেটাল, হেভি মেটালসহ সব ঘরানার ব্যান্ডই পরিবেশন করেছে আমাদের জাতীয় কবির গান। ৯০ দশকের মেলোডিয়াস ব্যান্ড ডিফারেন্ট টাচ টিভি লাইভে নজরুল সংগীত পরিবেশন করেছে। আরেক ব্যান্ড সিম্ফনি গেয়েছে ‘বিদ্রোহী কবির স্মরণে’ শিরোনামের গান।

কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তীতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৪টি ব্যান্ডের ১৪ জন কণ্ঠশিল্পী একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন নজরুলের রণসংগীত ‘চল্ চল্ চল্ ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ গানে। তালিকায় ছিলেন ঢাকা ব্যান্ডের মাকসুদ, মাইলসের ইকবাল আসিফ জুয়েল, অর্থহীনের রাফা, আর্টসেলের লিংকন, পাওয়ার সার্জের জামশেদ, নেমেসিসের জোহাদসহ অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছিল গানটি।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের ‘রবি ও নবীন’ ব্যান্ড নতুন আঙ্গিকে নজরুলগীতিকে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছিলেন।  ‘দূর দ্বীপবাসিনী’ নামের সেই অ্যালবামে নজরুলগীতি পরিবেশিত হয়েছে কিছুটা রকসংগীতের মতো করেই।

শ্রোতাদের কাছ থেকে শুভ ইঙ্গিত পাচ্ছে ব্যান্ডগুলো। কনসার্টেO অনুরোধ আসে নজরুলের গান পরিবেশনের। পাশাপাশি অভিযোগও উঠেছে- গানগুলো নষ্ট হচ্ছে না তো? মহান এ কবি অনুমতি দিয়ে গেছেন তার পরের প্রজন্মকে তার গানকে ভেঙে গড়ার। ভেঙে গড়তে গিয়ে গানের মৌলিকত্ব নষ্ট হচ্ছে কি না সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

/এসএইচ

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply