৫০০ বছরে ভয়াবহতম খরার মুখে ইউরোপ

|

৫০০ বছরের মধ্যে ভয়াবহতম খরা দেখছে ইউরোপ। উদ্বেগজনক পরিস্থিতিতে মহাদেশটির দুই-তৃতীয়াংশ দেশ। শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউরোপীয় কমিশন। খবর ডয়েচে ভেলের।

ইউরোপীয় খরা পর্যবেক্ষণকারী সংস্থা-ইডিও জানায়, রেকর্ড খরার কবলে অঞ্চলটির ৪৭ শতাংশ দেশ। ঝুঁকিতে আছে আরও ১৭ শতাংশ দেশ। মাটিতে আর্দ্রতার অভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত গ্রীষ্মকালীন শস্যের চাষাবাদ। ৫ বছরের গড়ের তুলনায় চলতি বছর ইউরোপে শস্য উৎপাদন কমেছে ১৬ শতাংশ।

জার্মান ফার্মার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশটিতে এবছর শস্য উৎপাদন কমতে পারে ৩০ থেকে ৪০ শতাংশ। একই পরিস্থিতি ইতালিতেও। বড় বড় নদীর পানি শুকিয়ে যাওয়ায় ব্যাহত নৌ চলাচল। তাই বাধাগ্রস্ত হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচল। প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। গত বছরের তুলনায় এবছর প্রথম সাত মাসে ২০ শতাংশ কমেছে জলবিদ্যুৎ উৎপাদন।

ইউরোপের ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম এর তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে সাত লাখ হেক্টর বনভূমি পুড়েছে দাবানলে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply