২-৩ মাসের মধ্যে সহনীয় হবে বৈদেশিক মুদ্রার বাজার: গভর্নর

|

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেছেন, বৈদেশিক মুদ্রার বাজারে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা দু’তিন মাসের মধ্যে সহনীয় পর্যায়ে আসবে। বলেন, মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে থাকবে।

শনিবার (২৭ আগস্ট) সকালে ব্যাংকার্স কনফারেন্সে এমন তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়া হচ্ছে। অগ্রাধিকার তালিকায় থাকবে আমানতকারীদের স্বার্থ। নৈতিকতা মেনে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, নৈতিকতা মেনেই ব্যাংকগুলোকে মুনাফা করতে হবে। এর ব্যত্যয় মেনে নেয়া হবে না।

ব্যাংকারদের বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স অনুসরণের নির্দেশনা দিয়েছেন আবদুর রউফ তালুকদার। অর্থনীতি ভালোর দিকে যাচ্ছে, এই তথ্য জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের খাদ্য সংকটে পড়ার আশঙ্কা নেই। বেইল আউটের প্রয়োজন হবে না, এটা আইএমএফ বলছে। আর বৈদেশিক ঋণ পরিশোধের সক্ষমতা বাংলাদেশের যথেষ্ট ভালো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply