জ্বালানি, নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা চুক্তি সাক্ষরের মধ্য দিয়ে, শনিবার (২৭ আগস্ট) তিনদিনের আলজেরিয়া সফর শেষ করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। খবর আল জাজিরার।
এদিন অভিবাসন ইস্যু এবং ঔপনিবেশিক আমলের অপরাধ নিয়ে বিরোধ মেটানোর বিষয়েও পদক্ষেপ নেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এ সফরের মধ্য দিয়ে আলজিয়ার্সের সাথে শীতল সম্পর্কের অবসান হবে বলে প্রত্যাশা ম্যাকরনের। আফ্রিকার সর্ববৃহৎ দেশটি ফ্রান্সের প্রধান তেল, গ্যাস রপ্তানিকারক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপ জুড়েই চলছে জ্বালানি সংকট। পরিস্থিতি মোকাবিলায় উত্তর আফ্রিকার তেল, গ্যাসের ওপর বেড়েছে নির্ভরশীলতা বেড়েছে অঞ্চলটির। এর প্রেক্ষিতে আলজেরিয়ার সাথে কূটনীতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ফরাসি প্রশাসন।
এটিএম/
Leave a reply