মজুরি নিয়ে জটিলতা নিরসন হওয়ায় ১৯ দিন পর কাজে ফিরলেন চা শ্রমিকরা। শ্রমিকদের আনাগোনায় কর্মমুখর হয়ে উঠেছে বাগানগুলো।
রোববার (২৮ আগস্ট) হবিগঞ্জের বিভিন্ন বাগানে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। মজুরি বৃদ্ধিতে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তবে কাল থেকে পুরোদমে কাজে নামবেন চা শ্রমিকরা। একই চিত্র মৌলভীবাজারের বাগানগুলোতে।
তবে সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই বাড়িতে বসেই সময় কাটাচ্ছেন। তাই পুরোদমে শুরু হয়নি কাজ। সিলেটের চা শ্রমিকরাও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। নিজেদের মধ্যে এক দফা আলোচনার পর কাজে নামবেন তারা।
শনিবার বিকেলে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। জানানো হয় আনুপাতিক হারে বাড়বে বাকি সুযোগ-সুবিধাও।
/এডব্লিউ
Leave a reply