ভারত-পাকিস্তান ম্যাচ: যেসব অনিশ্চয়তা রয়েছে রোহিতদের কৌশল ও একাদশ নিয়ে

|

ছবি: সংগৃহীত

বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে আকর্ষণের আরেক নাম ভারত-পাকিস্তান মহারণ। এবার উপমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপেই তিনবার দেখা যেতে পারে বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ও রোমাঞ্চকর এই ক্রিকেট যুদ্ধ। দুবাইয়ে আজ মাঠে নামছে ভারত-পাকিস্তান; আর সেদিকেই স্বাভাবিকভাবে চোখ রাখবে গোটা ক্রিকেট বিশ্ব।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে পরাজয়ের ঘটনা এই ম্যাচে ভিন্ন প্রভাব ফেলবে, এমন অনুমানকে বাবর আজম সরাসরি উড়িয়ে দিলেও সেই ম্যাচের ছায়া যে আজ না থেকেই পারে না! আর সেই ম্যাচের প্রথম ৭ ক্রিকেটার অপরিবর্তিত রেখেই আজ মাঠে নামতে পারে ভারত। তবে একাদশ নিয়ে ভারতীয় দলে রয়েছে কিছু জল্পনা-কল্পনা। দেখে নেয়া যাক, কেমন হতে পারে এই ম্যাচে ভারতের একাদশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে পরাজয়ের ম্যাচের ব্যাটিং অর্ডার নিয়েই ভারতের মাঠে নামাটা অনেকের চোখই কপালে তুলতে পারে। তবে সেই ম্যাচ থেকে খেলোয়াড়দের খেলার ধরন অনেকটাই পাল্টেছে, সাথে এসেছে নতুন হুমকি। ফর্মের কারণে ভিরাট কোহলিকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এই ব্যাটিং মায়েস্ত্রোর মানের কোনো খেলোয়াড়কে এমন হাই ভোল্টেজ ম্যাচে বসিয়ে রাখা হবে না বলেই অধিকাংশ ক্রিকেট সংশ্লিষ্টের ধারণা। আর দলের অন্যতম সেরা বিস্ফোরক ব্যাটার সূর্যকুমার যাদবকে বসিয়ে যে রাখা হবে না সেটাও অনেকটাই নিশ্চিত।

আর তাতেই একটি জায়গার জন্য লড়াই করতে হবে রিশাভ পান্ত ও দীনেশ কার্তিককে। তবে দুইজনের খেলার ধরন একদমই আলাদা। পান্ত যেখানে অলরাউন্ড ব্যাটার এবং ব্যাটিং লাইনআপের একমাত্র স্বীকৃত বাঁহাতি; সেখানে কার্তিক দলের বিশেষজ্ঞ ফিনিশার। একজনকে বেছে নেয়ার এই কঠিন সিদ্ধান্তটিই নিতে হবে ভারতীয় নির্বাচকদের। তবে এক্ষেত্রে দলের ডানহাতি-বাঁ হাতি ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে এগিয়ে থাকবেন রিশাভ পান্ত। তাছাড়া নিজের দিনে যেকোনো বোলিং আক্রমণকেই দিশেহারা করে দেয়ার ক্ষমতা রয়েছে তার।

জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেলের অনুপস্থিতিতে বোলিং আক্রমণ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভুবনেশ্বর কুমার ও আর্শ্বদ্বীপ সিংয়ের উপরই হয়তো থাকবে পেস ডিপার্টমেন্টের দায়িত্ব। স্কোয়াডের রয়েছে আর মাত্র একজন পেসার, আভেশ খান। তবে আভেশকে জায়গার জন্য লড়তে হতে পারে রবিচন্দ্রন অশ্বিনের সাথে। যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণয়ের মাঝেও খেলবেন একজন। সেখানে এগিয়ে আছেন চাহাল।

ক্রিকইনফোর সাথে আলাপচারিতায় ভারতের টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পুজারা বলেছেন, বুমরাহ ও হার্শালের অনুপস্থিতি ভারতকে ভোগাতে পারে ডেথ ওভারের বোলিংয়ে। উইন্ডিজ সফরে আভেশ খান ডেথ ওভারে খুব একটা ভরসা জোগাতে পারেননি। তাই আর্শ্বদ্বীপ ও ভুবনেশ্বরকেই নতুন বল ও ডেথ ওভারের দায়িত্ব নিতে বলেন তিনি। চাহাল, জাদেজা ও হার্দিক পান্ডিয়াকে ৬-১৫, এই মাঝের ওভারগুলো সামলানোর জন্য বলেন পুজারা।

ভারতের সম্ভাব্য একাদশ: ১। কেএল রাহুল, ২। রোহিত শর্মা (অধিনায়ক), ৩। ভিরাট কোহলি, ৪। সূর্যকুমার যাদব, ৫। হার্দিক পান্ডিয়া, ৬। রিশাভ পান্ত/ দীনেশ কার্তিক, ৭। রবীন্দ্র জাদেজা, ৮। ভুবনেশ্বর কুমার, ৯। অশ্বিন/ আভেশ খান, ১০। যুজবেন্দ্র চাহাল, ১১। আর্শ্বদ্বীপ সিং।

আরও পড়ুন: সম্ভবত বিশ্বের সেরা ব্যাটার এখন বাবর: কোহলি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply