ইসির চোখ বন্ধ বলেই বেশিরভাগ দল না চাইলেও ইভিএমে ইসির সাফাই: সুজন সম্পাদক

|

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কারিগরি ত্রুটিপূর্ণ বলে মনে করে সুজন। এই যন্ত্রের স্বচ্ছতা নির্ভর করছে নির্বাচন কমিশনের (ইসি) সদিচ্ছার ওপর। দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ইসির প্রতি আস্থার সংকট আরও বাড়িয়েছে।

রোববার (২৮ আগস্ট) সকালে ইভিএম নিয়ে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় এ কথা বলেন তিনি। বলেন, যেখানে ইসির ওপর মানুষের আস্থা নেই, সেখানে ইভিএমে ভরসা করার সুযোগ নেই। ইসির চোখ বন্ধ বলেই বেশিরভাগ দল না চাইলেও ইভিএম ব্যবহারের পক্ষে সাফাই গাইছে।

এই আলোচনায় প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ইন্টারনেট না থাকলেও নিজস্ব নেটওয়ার্ক থেকে ভাইরাস আক্রান্ত হতে পারে ইভিএম। তাছাড়া কাগজে ফলাফল ছাপার কোনো সুযোগ না থাকায় কারচুপি যাচাই করা যায় না। এর সফটওয়্যারের সোর্সকোড ওপেন করতে ইসির প্রতি আহ্বান জানান বক্তারা। দেশের অর্থনৈতিক সংকটের সময়ে কয়েক হাজার কোটি টাকার ইভিএম কেনা অপচয় বলেও মন্তব্য করেন তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply