এশিয়া কাপে অন্যতম ফেভারিট হিসেবেই এসেছে বাবর আজমের পাকিস্তান। আসরের প্রথম ম্যাচেই আজ তারা ভারতের মুখোমুখি। শেষ দেখায় ভারতের বিপক্ষে পাওয়া ১০ উইকেটের বিখ্যাত জয়ে উজ্জীবিত বোধ করতেই পারে পাকিস্তান। তবে শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিমদের ইনজুরিতে শক্তি কিছুটা হয়তো খর্ব হয়েছে তাদের। তবে টপ অর্ডারের দুর্দান্ত ফর্ম এখনও পাকিস্তানের শক্তির সবচেয়ে বড় জায়গা। তবে মিডল অর্ডারের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে, দলের সবচেয়ে শক্তির জায়গাই কি পাকিস্তানের দুর্বলতার নাম!
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও পাকিস্তানের ব্যাটিংয়ের প্রধান শক্তির নাম তাদের টপ অর্ডার। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান- এই টপ অর্ডার ব্যাটার মিলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ উত্তর সময়ে সংগ্রহ করেছে দলের মোট রানের ৬৭.৫ শতাংশ। আর টপ অর্ডারে সংগৃহীত রানের এই হিসাব সব দলের মধ্যেই সর্বোচ্চ। তবে পরবর্তী ব্যাটারদের কাছ থেকে খুব বেশি রান আসতে দেখা যায়নি এ সময়। এই ফরম্যাটে টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া পাকিস্তানের মাত্র দুইজন ব্যাটার পার করেছেন ১০০ রানের কোটা। আর ২০০ রান করতে পারেননি দলটির মিডল অর্ডারের কেউই।
বাবর আজমের টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা, টপ অর্ডারে রিজওয়ানের পুনর্জন্ম ও ফখর জামানের বিধ্বংসী ব্যাটিংই এখন পর্যন্ত পাকিস্তানের সাফল্যের মূল ভিত্তি। আজম খান দলে আসা-যাওয়ার মধ্যেই থেকেছেন। খুশদিল শাহ এখনও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। শাদাব খান, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ ও আসিফ আলী প্রতীভার ঝলক দেখালেও ধারাবাহিকতা প্রদর্শনে হয়েছেন ব্যর্থ। তাই প্রথম তিন ব্যাটারই খেলেছেন অধিকাংশ বল, করেছেন বেশিরভাগ রান।
কিছুটা অনিশ্চয়তা আছে পাকিস্তানের বোলিং নিয়েও। শাদাব খান দলের সহ-অধিনায়ক হওয়ায় দলে দুইজন রিস্ট স্পিনার খেলার সম্ভাবনা কম। তাই মোহাম্মদ নাওয়াজ ও উসমান কাদিরের মধ্যে যেকোনো একজন থাকতে পারেন একাদশে। হারিস রউফ ও নাসিম শাহ গতির ঝড় তুলবেন। তাই নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য মোহাম্মদ হাসনাইনের জায়গায় শাহনেওয়াজ দাহানিকেই দলের নেয়ার সম্ভাবনা বেশি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ১। বাবর আজম (অধিনায়ক), ২। মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩। ফখর জামান, ৪। আসিফ আলী, ৫। ইফতিখার আহমেদ, ৬। খুশদিল শাহ, ৭। শাদাব খান, ৮। মোহাম্মদ নাওয়াজ/ উসমান কাদির, ৯। শাহনাওয়াজ দাহানি/ মোহাম্মদ হাসনাইন, ১০। হারিস রউফ, ১১। নাসিম শাহ।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ: যেসব অনিশ্চয়তা রয়েছে রোহিতদের কৌশল ও একাদশ নিয়ে
/এম ই
Leave a reply