চীনের সাথে উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে টহল শুরু করেছে দু’টি মার্কিন যুদ্ধজাহাজ। শনিবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য।
ওয়াশিংটন জানায়, আন্তর্জাতিক সমুদ্রসীমায় প্রদক্ষিণ করছে ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ইউএসএস-অ্যান্টিয়েটাম ও ইউএসএস-চ্যান্সেলরসভিল। তবে, এমন পদক্ষেপকে উস্কানিমূলক হিসেবে দেখছে চীন। রোববার এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বেইজিং। পর্যবেক্ষণ করছে জাহাজ দু’টির গতিবিধি।
তাইওয়ান প্রণালীর আশপাশে প্রায় নিয়মিতই টহল দেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর যুদ্ধজাহাজ। মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে প্রণালীতে তৈরি উত্তেজনার পর এবারই প্রথম ওই অঞ্চলে গেলো মার্কিন যুদ্ধজাহাজ।
আরও পড়ুন: ৯ সেকেন্ডেই গুঁড়িয়ে দেয়া হলো ভারতের ৩২ তলা ‘টুইন টাওয়ার’
প্রসঙ্গত, গত বুধবার (৩ আগস্ট) চীনের সতর্কবার্তা ও হুমকি আমলে না নিয়ে তাইওয়ান সফর করেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ঐতিহাসিক এই সফরে ন্যান্সি পেলোসি বলেন, তার এই সফরের উদ্দেশ্য হলো, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে যুক্তরাষ্ট্র ‘পরিত্যাগ করবে না’ এটা ‘দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট করা’। এ সময় পেলোসি গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য তাইওয়ানের প্রশংসা করেন।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ট্রিবিউন ও জাপান টাইমস।
জেডআই/
Leave a reply