করোনা সংক্রমণ বিশ্বজুড়ে এখন কিছুটা কমেছে। এরই মধ্যে নতুন আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। তবে এবার করোনা, মাঙ্কিপক্স ও এইচআইভি এই তিন ভাইরাসে একই সাথে আক্রান্ত হয়েছেন ইতালির এক যুবক। এ ধরনের ঘটনা বিশ্বে এই প্রথম। সঙ্গত কারণেই তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। খবর গ্লোবাল নিউজের।
জানা গেছে, ইতালির এই যুবক কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার ১০ দিনের মাথায় জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের সাথে সাথে তার গলাব্যথা, দুর্বলতা, মাথায় যন্ত্রণা এবং কুঁচকিতে অস্বস্তি হচ্ছিল। এরপর হাসপাতালে গেলে পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এরই মধ্যে তার সারা শরীরে ফুসকুড়ি দেখা দেয়, ক্রমেই বড় হতে থাকে সেগুলো। এরপর আবারও পরীক্ষা করা হয় তার। সেই পরীক্ষার রিপোর্ট মাঙ্কিপক্স পজেটিভ আসে। একই সাথে এইচআইভি পজেটিভও আসে পৃথক একটি টেস্ট রিপোর্টে।
এ নিয়ে গবেষকরা বলছেন, এই ধরনের ঘটনা এই প্রথম। তবে এইচআইভি, মাঙ্কিপক্স ও করোনায় একসাথে আক্রান্ত হওয়ার পর মানবশরীরে কী ধরনের পরিবর্তন এবং লক্ষণ দেখা দেয় তা নিয়ে পরীক্ষা করতে পারবো আমরা।
ওই যুবক করোনা ও মাঙ্কিপক্স থেকে সেরে ওঠায় হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়েছে তাকে। ইতোমধ্যেই শুরু হয়েছে এইচআইভির চিকিৎসাও।
এসজেড/
Leave a reply