স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:
খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধরের মামলায় জামিন পেলেন অভিযুক্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) সুভায়ন খীসা। রোববার (২৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তিন হাজার টাকার বন্ডে এ জামিন মঞ্জুর করেন।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশুতোষ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীর মেডিকেল রিপোর্ট আদালতে না আসা পর্যন্ত সুভায়ন খীসাকে জামিন দিয়েছেন আদালত। তার জামিন আবেদনের জন্য ৬ জন আইনজীবী আবেদন করেছেন বলেও জানান অ্যাডভোকেট আশুতোষ চাকমা।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু বলেন, বাদীর অভিযোগসহ সার্বিক বিষয় উপস্থাপন করে আসামির জামিনের বিরোধিতা করা হয়েছে। আসামি পক্ষের প্রভাবে বাদী শঙ্কিত, বিষয়টি আদালতে উপস্থাপনের পরও আসামি জামিন পাওয়ায় আমরা ক্ষুব্ধ।
এর আগে, আসামি সুভায়ন খীসাকে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফরিদুল আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৩ হাজার টাকা বন্ডে জামিন দেন। তবে এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী নারী শিক্ষক মৌসুমি ত্রিপুরা।
অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ আগস্ট সদর উপজেলা শিক্ষা অফিসে বিদ্যালয় সম্পর্কিত কাজে গেলে সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) সুভায়ন খীসা কর্তৃক মারধরের শিকার হন মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরা। ঘটনার দিন মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন সুভায়ন খীসা।
/এডব্লিউ
Leave a reply