‘আপনি আমাদের উপমহাদেশের গর্ব’, চঞ্চলকে সৃজিত

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে ভারতীয় উপমহাদেশের গর্ব বলে উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মূখার্জী।

আজ রোববার (২৮ আগস্ট) চঞ্চল চৌধুরীকে মেনশন করে ফেসবুকে একটি পোস্ট দেন সৃজিত। সেখানে উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্ম যাতে অভিনয় শিখতে পারে সেজন্য চঞ্চল চৌধুরীর অভিনয়ের স্কুল খোলার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা উচিত। এ সময় ‘কারাগার’ ও ‘হইচই’ হ্যাশট্যাগ ব্যবহার করেন সৃজিত। যার নিচে চঞ্চল মন্তব্য করেন, ‘এত বড় মূল্যায়ন! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা।

চঞ্চলের মন্তব্যের জবাবে সৃজিত লেখেন, ‘আপনার মতো শিল্পীর মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই। শুধু সাধারণ দর্শক হিসেবে মনে হলো। আপনি আমাদের গোটা উপমহাদেশের গর্ব।

ছবি: সংগৃহীত

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘কারাগার’ এর প্রথম সিজন। ওয়েব সিরিজটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ওয়েব সিরিজটি শুধু বাংলাদেশই নয় ব্যাপক সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গেও। বিভিন্ন প্লাটফর্মে সিরিজটির ভূয়সী প্রশংসা করেছেন ওপার বাংলার দর্শকরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply