জ্বালানি তেল-চালের আমদানি শুল্ক কমলো

|

ছবি: সংগৃহীত

জ্বালানি তেল ডিজেল ও চালের আমদানি শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৮ আগস্ট) এনবিআর এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের আমদানি শুল্ক ১১ দশমিক ২৫ শতাংশ কমানো হয়েছে। এখন থেকে ডিজেল আমদানিতে মোট শুল্ক ৩৪ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৭৫ শতাংশ হবে।

এনবিআর জানিয়েছে, ডিজেল আমদানিতে ৫ শতাংশ অগ্রিম কর কমানো হয়েছে এবং কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। হ্রাসকৃত আমদানি শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ভর্তুকি কমাতে চলতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৫২ শতাংশ বাড়ায় সরকার। এরপর শুল্ক কমানোর দাবি ওঠে এবং এনবিআর গতকাল এই সিদ্ধান্তের কথা জানালো।

আরেকটি আলাদা প্রজ্ঞাপনে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানির শুল্ক তুলে নিয়েছে সরকার। পাশাপাশি চাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে বাজারে চালের দাম কমতে পারে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply