আরও ভয়াবহ হয়ে উঠেছে পাকিস্তানের বন্যা

|

আরও ভয়াবহ হয়ে উঠেছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। প্লাবিত হয়েছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশের নতুন নতুন এলাকা।

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, সোমবার পর্যন্ত (২৮ আগস্ট) চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ জনে। আরও ১০টি সেতু ভেঙে পড়ায় সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশ। আটকা পড়েছে লাখ লাখ মানুষ।

শুক্রবার বেলুচিস্তানে পর্যন্ত বন্ধ ঘোষণা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। ত্রাণের অপেক্ষায় দিন কাটছে তাদের, তবে মিলছে না পর্যাপ্ত সহায়তা।

ভয়াবহ দুর্যোগে বাসিন্দাদের উদ্ধার তৎপরতায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন। চলমান বন্যায় ভেঙে পড়েছে অন্তত দেড়শ সেতু, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার রাস্তা। তলিয়েছে ২০ লাখ একর ফসলি জমি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply