ভারতে ভবন গুড়িয়ে দিলেও প্রভাব পড়েনি পরিবেশে

|

ভারতের উত্তর প্রদেশে ৩৩ তলা উঁচু দু’টি ভবন গুড়িয়ে দেয়ার পরও প্রভাব পড়েনি পরিবেশের ওপর। রোববার, টুইন টাওয়ার ভাঙার পরও বাতাসের গুণাগুণ পরীক্ষার মাণদণ্ড- AQI সূচক অপরিবর্তিত রয়েছে বলে দাবি নয়াদিল্লির। খবর এপির।

ইন্টেলিজেন্ট ট্রাফিক মনিটরিং সিস্টেমের ২০টি স্টেশন থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পরিস্থিতি। প্রতি ঘণ্টায় নেয়া হচ্ছে আপডেট। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২২টি স্মোগ গান, ১০০ পানির ট্যাংকার ও ৬টি সুইপিং মেশিন মোতায়েন আছে ঘটনাস্থলে। কাজ করছেন ৩শ’ পরিচ্ছন্নতাকর্মী।

রোববার নিয়ন্ত্রিত বিস্ফোরণে মাত্র ৯ সেকেন্ডে গুড়িয়ে দেয়া হয় নয়ডার টুইন টাওয়ার। ৩৩৮ ফুট উঁচু অবকাঠামো নিচের দিকে ধসে পড়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আশপাশের এলাকায়। ধুলোর আস্তর ঠেকাতে আগে থেকেই পুরু চাদরে ঢাকা হয় কাছাকাছি ভবনের দরজা-জানালা। ঢেকে দেয়া হয় কয়েকটি সুইমিং পুলও। বিস্ফোরণের পর, তৈরি হওয়া ৫৫ হাজার টন ধ্বংসাবশেষ অপসারণে সময় লাগবে তিন মাস।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply