মানিকগঞ্জে শ্রমিক হত্যা মামলার আসামির ফাঁসির আদেশ

|

সিনিয়র করেসপনডেন্ট,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সাটুরিযায় ধানকাটা শ্রমিক আরিফ হোসেন হত্যা মামলার একমাত্র আসামি মানিক ওরফে হৃদয়কে (২৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার এ রায় দেন। হত্যাকাণ্ডের ঘটনার মাত্র ৩ মাস ১৪ দিন পর এ রায় ঘোষণা হলো। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মানিক ওরফে হৃদয় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রামন্দি গ্রামের মেহের আলী শেখের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানিক এবং একই এলাকার বাসিন্দা আরিফ ধানকাটা শ্রমিক ছিলেন। চলতি বছরের ১২ মে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তারা ধামরাই থানার দ্বিমুখা গ্রামের ইউনূছ আলীর বাড়িতে ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে যান।

১৬ মে তারা দু’জনেই সাটুরিয়া থানাধীন গর্জনা এলাকায় ধান কাটছিলেন। দুপুরে আরিফ খেতের পাশে সেচঘরে বিশ্রাম করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামি হৃদয় ধানকাটার কাস্তে দিয়ে আরিফকে জবাই করে দৌড়ে পালানোর চেষ্টা করলে আশপাশের শ্রমিকেরা ঘটনা টের পেয়ে আরিফকে ধরে পুলিশে দেয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ওই দিনই সাটুরিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত শেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয় সাটুরিয়া থানা পুলিশ। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply