প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার অলক কাপালী।
নিজের ব্যারিফায়েড ফেসবুক পেজে সোমবার (২৯ আগস্ট) স্ট্যাটাস দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জানান এই ক্রিকেটার। সেই সাথে জানিয়েছেন, ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই অংশ নেবেন তিনি।
অলক কাপালীর ফেসবুক পোস্টটি তুলে ধরা হলো।
আমি ২০০০/০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-২০ ফরম্যাটে অংশগ্রহণ করেছি। এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত।
আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরো বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি ২০২২/২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওডিআই, টি-টুয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো।
আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
/এম ই
Leave a reply