পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে দারুণ জয়ের পর এক ঘটনায় সমালোচনার স্বীকার হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে উদযাপন করতে আপত্তি জানানোয় নেটিজেনদের আক্রমণের স্বীকার হয়েছেন তিনি।
হার্দিক পান্ডিয়া ছয় মেরে দলকে ম্যাচ জেতানোর পরপরই তালি বাজিয়ে উদযাপন করতে দেখা যায় জয় শাহকে। তখনই পাশ থেকে একজন তার হাতে তুলে দিতে চান ভারতের জাতীয় পতাকা। কিন্তু মাথা নেড়ে পতাকা হাতে নিতে আপত্তি জানান জয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হচ্ছেন তিনি।
তবে জয় শাহ যেহেতু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট, তাই আচরণ বিধি অনুযায়ী নির্দিষ্ট কোনো দেশের পতাকা হাতে নিয়ে তিনি উদযাপন করতে পারেন না। তাই অনেকে এটাকে ইতিবাচক হিসেবেও দেখছেন।
আরও পড়ুন: ‘আর কতদিন কাণ্ডজ্ঞানহীন শটে আউট হবেন কোহলি-রোহিত?’
/এম ই
Leave a reply