Site icon Jamuna Television

নাচের ছবি প্রকাশ করে এবার সানা মারিনের পাশে হিলারি ক্লিনটন

পার্টিতে নাচছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের প্রতি সমর্থন জানিয়ে এবার নিজের নাচের ছবি প্রকাশ করলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

সোমবার (২৮ আগস্ট) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নাচের একটি ছবি শেয়ার করেন হিলারি। ফিনিশ প্রধানমন্ত্রীকে ছবিতে ট্যাগ দিয়ে, নাচ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে হিলারি লেখেন, কিপ ড্যান্সিং অর্থাৎ নাচতে থাকো।

হিলারির টুইটের জবাবে ধন্যবাদ জানিয়ে সানা রিটুইটে লিখেছেন, থ্যাংক ইউ (হার্ট ইমোজি)

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সানা মারিন ও তার বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা যায়। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিরোধী দলগুলোর সমালোচনার মুখে পড়েন মারিন। অভিযোগ ওঠে এ ধরনের অনুষ্ঠানে যোগদান এবং ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী পদের মর্যাদা ক্ষুন্ন করেছেন তিনি। এর জবাবে ড্রাগ টেস্ট করান সানা, পরবর্তীতে যার ফলাফল নেগেটিভ আসে।

/এসএইচ

Exit mobile version