গ্যাস সংকটের কারণে আসন্ন শীতে ভোগান্তিতে পড়তে যাচ্ছে ইউরোপ- এমন সতর্কতা জানিয়েছেন অঞ্চলটির নেতারা। খবর বিবিসি’র।
সোমবার (২৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অস্ট্রিয়া ও বেলজিয়ামের নেতারা এমন শঙ্কা জানিয়ে অবিলম্বে জ্বালানীর দাম কমানোর আহ্বান জানিয়েছেন।
বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী টিন ভ্যান ডার স্টার্টেন বলেন, এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধন করা প্রয়োজন। এ বিষয়ে পদক্ষেপ না নিলে শুধু আসন্ন শীতকালই নয়, আগামী কয়েকটি মৌসুম হবে ভয়াবহ।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকেই গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বড় ধরনের সংকটে পড়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইইউভূক্ত দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দেয় রুশ গ্যাস কোম্পানিগুলো। এর আগে, গেল বছরও ইউরোপের দেশগুলোয় তাদের মোট চাহিদার ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া।
/এসএইচ
Leave a reply