নিষ্পত্তি হলো ‘হাওয়া’ নিয়ে বিতর্কের

|

ছবি: সংগৃহীত

অবশেষে সমঝোতার মাধ্যমে শেষ হলো ‘হাওয়া’ সিনেমায় বন্য প্রাণী ব্যবহারের বিরুদ্ধে মামলা। সোমবার (২৯ আগস্ট) তথ্য মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, বন্যপ্রাণী আইন-২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে ‘হাওয়া’ সিনেমার পরিচালকের আপস নিষ্পত্তির আবেদনের পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়ের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের পক্ষ থেকে আপস নিষ্পত্তি করার আবেদন করা হয়েছে। সে প্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে।

গত ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমায় আইন লঙ্ঘন করে বন্য প্রাণী ব্যবহার করায় পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply