পঞ্চগড়ে বর্ধিত মজুরির বিরুদ্ধে ব্যবসায়ীদের ধর্মঘট শেষ, পাথর শ্রমিকদের মজুরি সমন্বয়

|

পঞ্চগড়ে শ্রমিকদের পাথর ও বালি লোড-আনলোডের বর্ধিত মজুরির সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটের ৩ দিনের মাথায় মজুরি সমন্বয় করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে প্রতি ঘনফুট পাথর লোডিং খরচ ১ টাকা ১০ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর দশ চাকার ট্রাকে বালি লোডিং খরচ নির্ধারণ করা হয়েছে ২২শ টাকা।

গত রাতে জেলার তেঁতুলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশন, জেলা ট্রাক ট্রাক্টর, ট্যাংক-লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত শুক্রবার থেকে প্রতি ঘনফুট পাথর এবং বালি লোড আনলোড বাবদ দুই টাকা ৮০ পয়সার বিপরীতে ৪ টাকা দাবি করেন শ্রমিকরা৷ এ ঘটনার প্রতিবাদে পাথর ও বালু ব্যবসায়ীরা শনিবার থেকে পাথর বালি ক্রয়-বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply