সিরিয়া থেকে ক্রাইমিয়ার দিকে এস-থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিচ্ছে রাশিয়া

|

সিরিয়া থেকে এস-থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রাইমিয়ার দিকে সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইসরায়েলের একটি প্রতিষ্ঠানের স্যাটেলাইট ক্যামেরায় ধরা পড়েছে এমন ছবি। খবর রয়টার্সের।

ইমেজ স্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) প্রকাশিত ছবিতে দেখা যায়, এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে রাখা ছিল এস থ্রি হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি। তবে ২৫ আগস্ট ফাঁকা দেখা যায় স্থানটি। ১২ থেকে ১৭ আগস্টের কিছু ছবিতে তারতুস বন্দরে দেখা যায় মিসাইলের ব্যাটারি। ২০ আগস্ট আবার শূন্য ছিল স্থানটি। স্পার্টা টু জাহাজে করে নিয়ে যাওয়া হয় রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে।

আইএসআই এর ইমেজে আরও দেখা যায়, একই রুটে মিসাইলের রাডারের অংশ পরিবহন করা হয় আলাদাভাবে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের বিমান প্রতিরক্ষা জোরদারে এমন পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply