১৯৭৭ সালে গুমের ঘটনা; বিচার বিভাগীয় তদন্তের দাবি স্বজনদের

|

১৯৭৭ সালে জিয়াউর রহমানের ষড়যন্ত্রের শিকার হয়ে গুম হওয়াদের খোঁজ দিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তাদের স্বজনরা।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, সামরিক আদালতে বিচারের নামে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেয়া হয়েছিল। তথাকথিত বিদ্রোহ দমনের নামে এই ফাঁসি দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা। রাতের আধারে কারফিউ জারি করে এসব গুম-খুনের ঘটনা জিয়াউর রহমানের নির্দেশে করা হয়েছিল বলে অভিযোগ করেন তারা। এ সময় হাজার হাজার সামরিক বাহিনীর সদস্য বিনা অপরাধে সাজা ভোগ করেছিলেন বলেও অভিযোগ করেন বক্তারা।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, জিয়াউর রহমানের আমলে অনেককে গুম করা হয়েছে। ফাঁসিতে ঝোলানো হয়েছে ১১০০ থেকে ১২০০ জনকে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply