Site icon Jamuna Television

অনেক পণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

অনেক পণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, পণ্য মূল্যের বিষয়টি ট্যারিফ কমিশন সমন্বয় করবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করা হবে। ডলার কারসাজিতে জড়িত ৬ বেসরকারি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

টিপু মুনশি বলেন, ট্যারিফ কমিশন মূল্যবৃদ্ধি বিষয়টি খতিয়ে দেখে দাম বাড়ানো ও কমানোর বিষয়ে ব্যবস্থা নেবে। ভোক্তা অধিকারকে শুধু জরিমানা নয়, মামলা করারও নির্দেশ দেন মন্ত্রী। এ সময় বিভিন্ন কোম্পানির সাবান, টুথপেস্ট, ডিটারজেন্টের দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version