স্বাস্থসেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। ফাইল ছবি।

কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক এমনটা না চাইলেও যে সকল স্বাস্থসেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিয়ম মানবে না এবং রোগীদের ঠকাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়োজন করে গবেষণা এওয়ার্ড প্রদান অনুষ্ঠান। তাতে সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রমের আওতায় ৬৩ জনকে গবেষণা এওয়ার্ড প্রদান করা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারী হাসপাতাল থেকে রোগীদের ভুল বুঝিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া দালাল চক্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে বলে জনান মন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply