Site icon Jamuna Television

মির্জাপুরে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে সিফাত মিয়া (১৩) নামের এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) ৯৯৯-এ ফোন পেয়ে মধ্য রাতে মির্জাপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের জেলেপাড়ার একটি ক্ষেত থেকে সিফাতের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিফাত উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল দক্ষিণপাড়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। সে মির্জাপুর পৌর এলাকার আফাজ উদ্দিন দারুল উলুম মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মিনহাজ উদ্দিন বলেন, নিহতের শরীরের বেশ কিছু স্থানে আঘাত ও নৃশংসতার আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সিফাতের হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে।

সিফাতের সহপাঠী ও বন্ধু নুরুল আমীন বলেন, সোমবার সন্ধ্যায় সিফাতের সাথে আমি বংশাই রেলক্রসিং এলাকায় চটপটি খেতে যাই। চটপটি খাওয়া অবস্থায় অজ্ঞাত এক যুবক এসে সিফাতের সঙ্গে কথা বলে তাকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও সে ফিরে না আসায় সেখান থেকে আমি চলে আসি।

সিফাতের বাবা শহীদ মিয়া বলেন, ১০/১২ দিন আগে আমার ছেলেকে মারধরের ঘটনায় স্থানীয় এক যুবককে মাতব্বররা জুতা পেটা ও ১০ হাজার টাকা জরিমানা করেন। হত্যাকাণ্ডের পর থেকে ওই ছেলে আত্মগোপনে চলে যায়। আমার ছেলেকে হয়তো ওই যুবকই হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইচ/

Exit mobile version