যারা জিতলেন এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড-২০২২

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হলো। এবারের আসরে সর্বোচ্চ পুরস্কার ‘ভিডিও অব দ্য ইয়ার’ সহ তিনটি পুরস্কার জিতেছেন ব্রিটিশ গায়িকা টেইলর সুইফট। আর সেরা পপ গায়িকার পুরষ্কার পেয়েছেন বিখ্যাত কে-পপ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের র‍্যাপার লিসা।

প্রতি বছর নিউজার্সির প্রডেন্সিয়াল সেন্টারে আয়োজিত হয় ‘এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড’। জমকালো এ আয়োজনে পুরস্কার তুলে দেয়া হয় বছরের সেরা গায়ক-গায়িকাদের হাতে।

এ বছরের সেরা ভিডিও গানের জন্য এমটিভি মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড পেয়েছেন পপ তারকা টেইলর সুইফট। সেরা ‘ভিডিও অব দ্য ইয়ার’, বেস্ট লং ফর্ম ভিডিও ও সেরা পরিচালকের পুরস্কারসহ এ বছর তিনটি পুরস্কার জিতেছেন টেইলর। তার হাতে এ পুরস্কার উঠেছে তারই ২০১২ সালের ব্রেকআপ সং ‘অল টু ওয়েল’ এর মিউজিক ভিডিওর জন্য।

এ ক্যাটাগরিতে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডোজা ক্যাট, ড্রেক, এড শিরান, হ্যারি স্টাইলস, লিল নাস এক্স-জ্যাক হারলো ও অলিভিয়া রদ্রিগোর মতো শিল্পীরা। সুইফটই প্রথম, শিল্পী যিনি ক্যারিয়ারে তিনবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতলেন।     

পুরস্কার হাতে নিয়ে টেইলর সুইফট বলেন, আমি খুবই সম্মানিত বোধ করছি। কারণ সেরা পরিচালকের জন্য চারজন পুরুষের মধ্যে আমিই একমাত্র নারী ছিলাম। আর এমটিভির ইতিহাসে এই প্রথম কোনো নারীর হাতে এ পুরস্কার উঠলো। আমি নিজেকে নিয়ে গর্বিত।

পুরস্কার হাতে নিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন টেইলর সুইফট। তিনি বলেন, আমি সব সময় আমার ভক্তদের কথা ভেবেই আমার অ্যালবাম তৈরি করি। আমার দশম অ্যালবাম ‘মিডনাইট’ মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর। এর জন্য আপনারা সবাই প্রস্তুত তো?

সুইফট ছাড়াও এবারের সং অব দ্য ইয়ার জিতেছেন বিলি আইলিশ। এছাড়া আর্টিস্ট অব দ্য ইয়ার জিতেছেন ব্যাড বানি, আর সেরা পপ গায়িকা নির্বাচিত হয়েছেন ব্ল্যাক পিঙ্ক এর লিসা। গ্রুপ অব দ্য ইয়ার হয়েছে বিটিএস। সেরা রক ভিডিওর জন্য পুরস্কার পান রেড হট চিলি পেপারস। আর এবারের সেরা অ্যালবাম এর পুরস্কার উঠেছে হ্যারি স্টাইলসের হাতে।

এদিকে, এবারের আসরে নাচে গানে মঞ্চ মাতান ব্ল্যাক পিঙ্ক, নিকি মিনাজ, মার্শমেলো, ডিজে খালিদ এবং প্যানিক। আর সবাইকে চমকে মঞ্চে ভিন্ন অবতারে ধরা দেন বিখ্যাত হলিউড অভিনেতা জনি ডেপ। তার পারফর্মেন্সের পর তিনি মজা করে বলেন ‘আমার কাজ দরকার’। আর এর মাধ্যমেই উঠে আসে তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের করা মানহানি মামলার সময় অভিনেতাকে সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়টি।

/এসএইচ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply