মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় লড়ছে বাংলাদেশের ‘আদিম’

|

মস্কোয় 'আদিম' এর পরিচালক শামীম ও নির্বাহী প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামান।

চলমান ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা ‘আদিম’। যুবরাজ শামীম পরিচালিত প্রথম সিনেমা এটি। উৎসবে অংশ নিতে এরইমধ্যে মস্কোয় পৌঁছেছেন ‘আদিম’ এর পরিচালক শামীম ও নির্বাহী প্রযোজক মোহাম্মদ নুরুজ্জামান।

সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির সংবাদ সম্মেলন। যেখানে উৎসবে যোগ দেয়া রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গণমাধ্যমকর্মীদের সাথে ‘আদিম’ সম্পর্কে কথা বলেন যুবরাজ শামীম। উৎসবে ‘আদিম’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ৩০ তারিখ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। ইতোমধ্যে সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন দর্শক ও সমালোচকরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply